বিনোদনের তিন মাধ্যমে রোজি সিদ্দিকী
একইসঙ্গে বিনোদনের তিন মাধ্যম- মঞ্চ, টেলিভিশন ও চলচ্চিত্রে কাজ করছেন বিশিষ্ট অভিনেত্রী রোজি সিদ্দিকী। এ প্রসঙ্গে তিনি বলেন, `মাধ্যম বিচার নয়, বরং অভিনয়টাকেই আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি। তাই একাধিক মাধ্যমে কাজ করে মোটেও বিরক্ত হচ্ছি না।`
রোজি সিদ্দিকী বর্তমানে দুটি মঞ্চ নাটকে নিয়মিত অভিনয় করছেন। নাটক দুটি হচ্ছে `পঞ্চনারী আখ্যান` ও `ধাবমান`। এর মধ্যে `পঞ্চনারী আখ্যান` নাটকটিতে তিনি এককভাবে অভিনয় করছেন। ইতোমধ্যে দেশ ও দেশের বাইরে এর বেশ ক`টি শো অনুষ্ঠিত হয়েছে। এ প্রসঙ্গে রোজি সিদ্দিকী বলেন, `এ নাটকটিতে আমি পাঁচটি মেয়ের চরিত্রে একাই অভিনয় করছি। এটা আমার জীবনের অন্যরকম এক অভিজ্ঞতা। গতকাল ছায়ানটে এর একটি বিশেষ শো অনুষ্ঠিত হয়েছে।` অন্যদিকে ঢাকা থিয়েটারের প্রযোজনায় `ধাবমান` নাটকটিতেও নিয়মিত অভিনয় করছেন তিনি। এছাড়া আগামীতে নতুন নাটকে অভিনয়ের পরিকল্পনা রয়েছে তার।
রোজি সিদ্দিকী বরাবরই ছোটপর্দায় কম অভিনয় করেন। এ প্রসঙ্গে তিনি বলেন, `নাটক-টেলিছবির ক্ষেত্রে আমি বেছে বেছে কাজ করতে পছন্দ করি। বর্তমানে আমি `প্রজ্ঞা পারমিতা` শীর্ষক ধারাবাহিকটিতে অভিনয় করছি। ধারাবাহিকটি এটিএন বাংলায় প্রচার হচ্ছে। এছাড়া সম্প্রতি বিটিভির ৫০ বছর পূর্তি উপলক্ষে একটি ধারাবাহিক ও একটি খ- নাটকের কাজ করেছি।`
এদিকে কিছুদিন আগে রোজি সিদ্দিকী নোমান রবিনের একটি ছবিতে চুক্তিবদ্ধ হয়েছেন। ছবিটি রাজধানীর পতিতাদের জীবন কাহিনী নিয়ে নির্মিত হচ্ছে। তবে ছবিটির নাম এখনো চূড়ান্ত হয়নি। অন্যদিকে তার গৌতম ঘোষের একটি ছবিতেও অভিনয়ের কথা রয়েছে। এ ব্যাপারে পরিচালকের সঙ্গে প্রাথমিক কথা সম্পন্ন হয়েছে। সবকিছু ঠিক থাকলে জানুয়ারি থেকে ছবিটির শুটিং শুরু হবে।
`থিয়েটার আরামবাগ` দিয়ে মঞ্চে রোজি সিদ্দিকীর যাত্রা শুরু হয়। মমতাজউদ্দীন আহমদের রচনা ও পরিচালনায় সর্বপ্রথম `সাতঘাটের কানাকড়ি` নাটকে অভিনয় করেন তিনি। ১৯৯৩ সালের ১৬ ডিসেম্বর বিয়ের পর থেকে তিনি `ঢাকা থিয়েটার`র সঙ্গে নিজেকে সম্পৃক্ত করেন। সেই থেকে এখন পর্যন্ত এ দলের হয়েই কাজ করছেন।
পুরান ঢাকার সিদ্দিক বাজারের মেয়ে রোজি সিদ্দিকী ১৯৯০ সালে টেলিভিশনে প্রথম অভিনয় করেন। তবে ধারাবাহিক নাটক `জন্মভূমি`তে অভিনয় করে ব্যাপক আলোচনায় আসেন তিনি। তার অভিনীত প্রথম চলচ্চিত্র গৌতম ঘোষ পরিচালিত `পদ্মা নদীর মাঝি`। আজীবন তিনি অভিনয়ের সঙ্গেই সম্পৃক্ত থাকতে চান।