ইয়েমেনের প্রধানমন্ত্রীর বাসভবন ঘেরাও


প্রকাশিত: ০৫:২৫ এএম, ২০ জানুয়ারি ২০১৫

ইয়েমেনের হাউথি বিদ্রোহীরা দেশটির প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেলেছে। এছাড়া রাজধানী সানার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে সেনাবাহিনীর সঙ্গে লড়াই করছে বিদ্রোহীরা।

হাউথি বিদ্রোহী ও সেনাবাহিনীর লড়াইয়ে নয়জন নিহত ও ৯০ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী রিয়াদ ইয়াসিন। তবে শেষ পর্যন্ত হতাহতের সংখ্যা আরো বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

শিয়া বিদ্রোহী গোষ্ঠীটির এসব কার্যকলাপে তাদের বিরুদ্ধে অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগ উঠেছে। এতে আগে থেকেই রাজনৈতিকভাবে দুর্বল আরব রাষ্ট্রটি গভীর সঙ্কটে পড়েছে।

ইয়েমেন সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, সানার কেন্দ্রীয় অংশে প্রধানমন্ত্রীর বাসভবন বিদ্রোহীরা ঘিরে ফেলেছে এবং হাউথি প্রতিনিধিরা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করছেন।

সরকারি মুখপাত্র রাজেহ বাদি বলেছেন, প্রধানমন্ত্রী ভিতরে থাকা অবস্থায় বন্দুকধারীরা তার বাসবভন ঘিরে ফেলে। দুজন প্রত্যক্ষদর্শীও রিপাবলিকান প্যালেস ঘেরাও করা হয়েছে বলে নিশ্চিত করেছেন।

সোমবার বিকেলে হাউথি বিদ্রোহীরা দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ও টেলিভিশন স্টেশন দখল করে নেয়। এর কিছুক্ষণ পর সন্ধ্যা থেকে একটি অস্ত্রবিরতি শুরু হয় বলে জানিয়েছে দেশটির মন্ত্রিসভা।

বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।