মেহেদী-তানজিদের ভূয়শী প্রশংসা করলেন আসালঙ্কা

ক্রীড়া প্রতিবেদক ক্রীড়া প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৭ এএম, ১৭ জুলাই ২০২৫
মেহেদীর বলেই স্টাম্প ভেঙে যায় আসালঙ্কার। ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার মাটিতে প্রথমবারের মতো সিরিজ জিতেছে বাংলাদেশ। গতকাল বুধবার সিরিজ নির্ধারণী তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে লঙ্কানদের ৮ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। টাইগারদের এই ঐতিহাসিক সিরিজ (২-১ ব্যবধানে) জয়ের নায়ক শেখ মেহেদী ও তানজিদ হাসান তামিম।

প্রথম ইনিংসেই লঙ্কানদের ম্যাচ থেকে ছিটকে দিয়েছেন মেহেদী। লঙ্কানদের ইনিংসের ১১ ওভারের মধ্যে ৪ উইকেট শিকার করেন ডানহাতি এই টাইগার স্পিনার। শেষ পর্যন্ত স্বাগতিকরা পুঁজি পেয়েছে মাত্র ১৩২ রানের।

ছোট লক্ষ্য তাড়া লঙ্কান বোলারদের তুলোধুনো করেছেন ওপেনার তানজিদ হাসান। ৪৭ বলে ৭৩ রানের অপরাজিত ও বিধ্বংসী ইনিংস খেলে ম্যাচ জেতান বাঁহাতি ব্যাটার।

যে কারণে ম্যাচ শেষে মেহেদী এবং তানজিদকে প্রশংসায় ভাসান লঙ্কান অধিনায়ক চারিথ আসালঙ্কা।

লঙ্কান অধিনায়ক বলেন, ‘আসলে আমি চাইবো বাংলাদেশকে কৃতিত্ব দিতে। বিশেষ করে বোলারদের। মেহেদী অনেক ভালো বল করেছে। তারা দারুণ ফিল্ডিং করেছে। অনেক ভালো লড়াই করেছে। অন্যদিকে আমরা অনেক ভুল করেছি। টি-টোয়েন্টি ম্যাচে আমরা এত বেশি ভুল করতে পারিনা। কারণ এটি দ্রুততম ফরম্যাট। আমাদের ভালো দল হতে হলে ভুলের সংখ্যা কমাতে হবে।’

আসালঙ্কা আরও বলেন, ‘আমিও উইকেট ভুল বুঝেছি কিছুটা। এজন্য আগে ব্যাট নিয়েছি। মেহেদী অনেক ভালো বল করেছে আসলে। ট্র্যাকে স্পিন হচ্ছিল। ব্যাটাররা কিছু বাজে সিদ্ধান্ত নিয়েছিল, যার মূল্য চুকাতে হয়েছে ম্যাচ হেরে। আমার মনে হয় মেহেদীর বোলিং আমাদের খেলা থেকে ছিটকে দিয়েছে। ব্যাটিংয়ের ব্যাপারে, তানজিদ দারুণ ইনিংস খেলেছে। সে দারুণ কাউন্টার অ্যাটাক করেছে।’

শ্রীলঙ্কা সফর শেষ করে আগামী ২০ জুলাই থেকে দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ।

এমএইচ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।