বিরল রেকর্ড গড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৩:৩৩ এএম, ০৭ ডিসেম্বর ২০১৭

চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের শেষ ম্যাচে সুযোগ ছিল নেইমার-রোনালদো দুইজনেরই। বায়ার্ন মিউনিকের বিপক্ষে আগেরদিন গোল না পাওয়ায় সুযোগ হাতছাড়া হয় ব্রাজিলিয়ান তারকার। তবে চ্যাম্পিয়ন্স লিগে অনেক রেকর্ডের অধিকারী রোনালদো তা করেননি। চ্যাম্পিয়ন্স লিগের ৬২ বছরের ইতিহাসে প্রথম খেলোয়াড় হিসেবে টুর্নামেন্টের এক আসরে গ্রুপ পর্বের ছয় ম্যাচেই গোল করলেন রিয়াল মাদ্রিদ তারকা।

নিজেদের মাঠে দ্বিতীয় মিনিটেই দ্বিতীয় মিনিটেই গোল বরাবর শট নেন রোনালদো। গোলরক্ষকের দৃঢ়তায় বেঁচে যায় বরুসিয়া। তবে ম্যাচের ১২ মিনিটে কোনাকুনি শটে লক্ষ্যভেদ করেন তারকা ফরোয়ার্ড। এই গোলে ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে একই আসরে চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের ছয় ম্যাচে গোলের রেকর্ড গড়েন পর্তুগিজ এই অধিনায়ক। একই সঙ্গে লিওনেল মেসির গড়া গ্রুপ পর্বে সর্বোচ্চ ৬০ গোলের রেকর্ডে ভাগ বসান এই তারকা।

এর আগে চলতি মৌসুমে প্রথম ম্যাচে বরুসিয়ার বিপক্ষে জোড়া গোল করেছিলেন রোনালদো। আপোয়েল নিকোশিয়ার বিপক্ষে দুই ম্যাচেই জোড়া গোলের দেখা পান। আর টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে দুই ম্যাচেই একবার করে বল পাঠান জালে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।