উৎসবের জন্য প্রস্তুত দেশের চেলসি সমর্থকরা


প্রকাশিত: ১১:৪২ এএম, ০৩ মে ২০১৫

ক্রিস্টাল প্যালেসকে হারাতে পারলেই তিন ম্যাচ হাতে রেখে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতবে চেলসি। স্টামফোর্ড ব্রিজের সাথে উৎসবের জন্য প্রস্তুত বাংলাদেশের চেলসি সমর্থকরাও। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ৬.৩০ মিনিটে।

অনেকেরই হয়তো জানেন,বাংলাদেশে চেলসি,আর্সেনাল,ম্যানসিটি,ইউনাইটেড,লিভারপুলের অফিসিয়াল ফ্যানগ্রুপ আছে। আর এ থেকেই বোঝা যায় বাংলাদেশে ইংলিশ প্রিমিয়ার লিগ কতটা জনপ্রিয়।

বাংলাদেশের চেলসির অফিসিয়াল ফ্যান গ্রুপের উদ্যোগেই গুলশানের একটি রেস্টুরেন্টে একসঙ্গে বসে খেলা দেখা ও শিরোপা উৎসবের আয়োজন করা হয়েছে।

এমআর/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।