বিশ্বচ্যাম্পিয়নদের হারিয়ে যুক্তরাষ্ট্রের চমক


প্রকাশিত: ০৯:৫৪ এএম, ১১ জুন ২০১৫

নেদারল্যান্ডসকে হারানোর এক সপ্তাহের মধ্যে বিশ্বচ্যাম্পিয়ন জার্মানিকে হারিয়ে চমক দেখাল যুক্তরাষ্ট্র। বুধবার আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে ২-১ গোলে জিতেছে সকারের দেশের ফুটবলাররা।

শুরুটা অবশ্য ফেভারিটের মতই করেছিল জার্মানি। ম্যাচের ১২ মিনিটে বিশ্বকাপ ফাইনালের নায়ক মারিও গোৎসের গোলে এগিয়ে যায় তারা। তবে ৪১ মিনিটে সফরকারী যুক্তরাষ্ট্রকে সমতা এনে দেন মার্ক ডিসকারুড।

দ্বিতীয়ার্ধের খেলা দেখে মনে হচ্ছিল সমতাতেই ম্যাচ শেষ হতে যাচ্ছে। তখনই হঠাত ছন্দ পতন। ম্যাচের ৮৭ মিনিটে জার্মানির যম হয়ে দেখা দেন ববি উড। ব্র্যাড ইভান্সের বাড়ানো বলে আচমকা শটে জার্মান জাল খুঁজে নেন উড। আর তাতেই ৬৪ শতাংশ বল পজিশন ধরে রেখেও হার নিয়ে মাঠ ছাড়ে বিশ্বচ্যাম্পিয়নরা।

এর আগে আমস্টারডামে নেদারল্যান্ডসের বিপক্ষে যুক্তরাষ্ট্রের জয়টি ছিল ৪-৩ গোলের। ম্যাচে ৭০ মিনিট পর্যন্ত ৩-১ গোলে পিছিয়ে থেকেও শেষ ২০ মিনিটে ৩টি গোল করে জয় ছিনিয়ে নিয়েছিল ক্লিন্সম্যানের শিষ্যরা। নেদারল্যান্ডসকে ঘরের মাঠে হারিয়ে উজ্জীবিত মার্কিনীরা জার্মানির বিপক্ষেও একই স্বাদ উপহার দিলো।

এমআর/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।