ভূমিকম্পে ঢাবির হল থেকে দৌড়ে নামতে গিয়ে আহত ৩ ছাত্রী

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক ঢাবি
প্রকাশিত: ০৭:৫৬ পিএম, ২২ নভেম্বর ২০২৫
ফাইল ছবি

ফের ভূমিকম্পে কেঁপে উঠেছে রাজধানী ঢাকা। হঠাৎ কম্পনে আতঙ্ক তৈরি হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলে। সিঁড়ি ও বারান্দা দিয়ে দৌড়ে নামতে গিয়ে তিন শিক্ষার্থী আহত হয়েছেন বলে জানা গেছে।

শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যা ৬টার কিছু পরে এ ঘটনা ঘটে।

আরও পড়ুন

সকালে নরসিংদী, সন্ধ্যায় ভূমিকম্পের উৎপত্তি ঢাকার বাড্ডায়
পুরান ঢাকায় ভূমিকম্প: ঘর ছাড়লে নিরাপত্তা, নাকি নতুন ঝুঁকি?

শামসুন নাহার হল সংসদের জিএস জানান, ভূমিকম্প অনুভূত হওয়ার পর হলের কয়েকটি ব্লকে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়। আতঙ্কে ছুটোছুটি করার সময় তিন শিক্ষার্থী পড়ে গিয়ে আহত হন। তবে তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

এফএআর/এএমএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।