কাদির মোল্লা কলেজে পাসের হার ৯৯.৭৩ শতাংশ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি নরসিংদী
প্রকাশিত: ১২:২০ পিএম, ২৩ জুলাই ২০১৭

এইচএসসি পরীক্ষায় এবারও ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে নরসিংদীর আব্দুল কাদির মোল্লা সিটি কলেজ। কলেজটিতে এবার পাসের হার ৯৯.৭৩ শতাংশ।

এবার বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখায় মোট ২৯৩ জন জিপিএ-৫ পেয়েছে। ফলাফল প্রকাশ হলে আনন্দ-উল্লাস করে উচ্ছ্বাস প্রকাশ করে কলেজের শিক্ষার্থী ও শিক্ষকরা।

কলেজটি ২০১২, ২০১৩ ও ২০১৪ সালে ঢাকা বোর্ড তথা সারাদেশে শতভাগ পাসসহ ২য় স্থান অর্জন করে। ২০১৫ ও ২০১৬ সালে শতভাগ পাশসহ সেরা ফলাফল অর্জন করে।

২০০৯ সালে শতভাগ পাসের হার নিয়ে ঢাকা বোর্ডে পঞ্চম স্থানসহ সারাদেশে সকল বোর্ডে ৬ষ্ঠ স্থান অর্জন করে। ২০১০ সালে ঢাকা বোর্ডে সেরা বিশে সপ্তম স্থান এবং শতভাগ পাশে চতুর্থ স্থান অর্জন করে।

এবছর কলেজটিতে ৭৪০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে ২৯৩ জন জিপিএ-৫ পেয়েছে। দুইজন অকৃতকার্য হয়েছে। বাকিরা সবাই উত্তীর্ণ হয়েছে।

এবারের ফল নিয়ে কলেজের অধ্যক্ষ ড. মশিউর রহমান মৃধা বলেন, গত বছরের তুলনায় এবছর পাসের হার প্রায় ৭ শতাংশ কম। কলেজের ফলাফল একটু কম হলেও সারাদেশের সঙ্গে তুলনা করলে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছি আমরা। আগামী দিনে আরও ভালো ফল করার স্বপ্ন দেখি।

সঞ্জিত সাহা/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।