২ দিনে কত আয় করেছে রণবীরের ‘ধুরন্ধর’

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৮:৪৪ পিএম, ০৭ ডিসেম্বর ২০২৫
‘ধুরন্ধর’ সিনেমার একটি দৃশ্য

আইনি জটিলতা ও বিভিন্ন বিতর্ক পেরিয়ে শুক্রবার (৫ ডিসেম্বর) মুক্তি পেয়েছে রণবীর সিং অভিনীত দীর্ঘ প্রতীক্ষিত সিনেমা ‘ধুরন্ধর’। মুক্তির পরই বক্স অফিসে ঝড় তুলেছে সিনেমাটি। প্রথম দিনে আয় করেছে ২৪ দশমিক ৫ কোটি রুপি। শনিবার এই অঙ্ক আরও বেড়ে দাঁড়িয়েছে ২৮ কোটিতে। দুদিন মিলিয়ে ‘ধুরন্ধর’র মোট রোজগার এখন ৫২ দশমিক ৫ কোটি রুপি।

ভারতের চলচ্চিত্র বাণিজ্য বিশ্লেষকদের ধারণা, আজ (৭ ডিসেম্বর) আয় আরও বাড়তে পারে। তিন দিন শেষে ছবিটির সংগ্রহ ৮৫ কোটির ঘর পার করাই সময়ের ব্যাপার।

মুক্তির আগেই টিজার ও ট্রেলার দেখে দর্শকের আগ্রহ তুঙ্গে। অগ্রিম বুকিংয়েও ছিল ব্যাপক সাড়া। সেই ধারাবাহিকতায় শুক্রবার ভারতজুড়ে পাঁচ হাজার স্ক্রিনে মুক্তির পর প্রত্যাশা পূরণে কোনো কমতি রাখেনি ‘ধুরন্ধর’। প্রথম দিন থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসায় ভাসছে রণবীরের অভিনয়। পাশাপাশি অক্ষয় খান্না ও আর মাধবনের চরিত্রও ব্যাপক আলোচনা তৈরি করেছে।

দর্শকের কথায়, ‘পদ্মাবত’র খিলজির পর এবার ‘ধুরন্ধর’-এ রণবীর দেখালেন অন্য রূপের দাপুটে অভিনয়। রহমান ডাকাইতের চরিত্রে অক্ষয় খান্না এবং আইএসআই মেজর ইকবালের স্বল্প স্ক্রিনটাইমে অর্জুন রামপালের উপস্থিতি ছাপ ফেলেছে। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল-প্রাণিত চরিত্রে মাধবনও মুগ্ধ করেছেন দর্শককে। ছবিতে রয়েছেন সঞ্জয় দত্তও।

আরও পড়ুন:
আবারও আইনি জটিলতায় শাহরুখপুত্র আরিয়ান খান 
সৌদি আরবে গিয়ে সংসার নিয়ে ঐশ্বরিয়ার স্পষ্ট বার্তা 

খ্যাতিমান শিল্পীদের একসঙ্গে পাওয়া, শক্তিশালী ট্রেলার-টিজারের প্রভাব এবং দর্শকের ইতিবাচক প্রতিক্রিয়ায় বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘ধুরন্ধর’। উপার্জনের গ্রাফ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যা ব্লকবাস্টারের ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

এমএমএফ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।