অস্কারজয়ী মাইক নিকোলস আর নেই


প্রকাশিত: ০২:৪৮ পিএম, ২০ নভেম্বর ২০১৪

বিখ্যাত সিনেমা ‘দ্য গ্র্যাজুয়েট’ এর পরিচালক মাইক নিকোলস আর নেই। ১৯৬৭ সালে নির্মিত ওই সিনেমার পরিচালক হিসেবে অস্কার জিতেছিলেন মাইক। ৮৩ বছর বয়সে মারা গেলেন জার্মান বংশোদ্ভূত এই মার্কিন পরিচালক।

মাইক তার ‘ওয়ার্কিং গার্ল’, ‘দ্য রিমেইনস অব দ্য ডে’, ‘সিল্কউড’ এবং ‘হু ইজ এ্যাফ্রেইড অব ভার্জিনিয়া উলফ?’— এসব সিনেমার জন্যও অস্কারের মনোনয়ন পেয়েছিলেন।

অস্কার ছাড়া এমি, গ্র্যামি ও টনি পুরস্কারও পেয়েছিলেন তিনি। মার্কিন বিনোদন জগতের সর্বোচ্চ এই চারটি পুরস্কার পেয়েছেন মাত্র ১২ জন, যার মধ্যে মাইক নিকোলস একজন। মাইকের সর্বশেষ সিনেমা ছিল চার্লি উইলসন’স ওয়ার (২০০৭)।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।