গুলশান আজাদ মসজিদে নায়ক ফারুকের চতুর্থ জানাজা সম্পন্ন

বিনোদন প্রতিবেদক
বিনোদন প্রতিবেদক বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৯ পিএম, ১৬ মে ২০২৩

প্রয়াত চিত্রনায়ক ও বীর মুক্তিযোদ্ধা ফারুকের চতুর্থ জানাজা রাজধানীর গুলশানের আজাদ মসজিদে অনুষ্ঠিত হয়েছে। আসরের নামাজের পর জানাজা সম্পন্ন হয়েছে। জানাজায় উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ বিভিন্ন শ্রেণি-পোশার মানুষ।

এর আগে নায়ক ফারুকের জানাজা সিঙ্গাপুর, এফডিসি ও চ্যানেল আই প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়। পঞ্চম জানাজা তার গ্রামের বাড়ি গাজীপুরের কালিগঞ্জে আজ রাত ৯টায়।

চিত্রনায়ক ফারুক সোমবার (১৫ মে) সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী ফারজানা পাঠান, কন্যা ফারিহা তাবাসসুম পাঠান ও পুত্র রওশন হোসেন শরৎ, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য ভক্ত-অনুরাগী রেখে গেছেন।

এমআই/এমএমএফ/এএসএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।