কপ২৬ সম্মেলন ব্যর্থ: গ্রেটা

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ১১:৫২ এএম, ০৬ নভেম্বর ২০২১

জাতিসংঘের জলবায়ুবিষয়ক ‘কপ২৬ শীর্ষ সম্মেলন’ ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন সুইডিশ পরিবেশ আন্দোলনের কর্মী গ্রেটা থুনবার্গ।

তিনি বলেন, ‘কপ২৬ সম্মেলন ব্যর্থ হয়েছে, এটা গোপন কিছু নয়। এটা দিবালোকের মতো সত্য যে, যেভাবে আমরা এ সংকটের মধ্যে পড়েছি, সেভাবে এর সমাধান কোনোভাবেই সম্ভব নয়। কার্বন নির্গমন এমন মাত্রায় কমানো প্রয়োজন, যা আগে কখনো হয়নি।’

শুক্রবার (৫ নভেম্বর) গ্লাসগোর জর্জ স্কয়ারে ‘ফ্রাইডে ফর ফিউচার’ ব্যানারে আয়োজিত সমাবেশে অংশ নিয়ে গ্রেটা এ মন্তব্য করেছেন। এ বিক্ষোভে কয়েক হাজার মানুষ অংশ নেন।

কপ২৬ সম্মেলন ব্যর্থ: গ্রেটা

গ্রেটা থুনবার্গ বলেন, ‘যারা ক্ষমতায় রয়েছেন, তারা ফ্যান্টাসির মধ্যে নিজেদের রাখতে পারেন। তারা যখন ফ্যান্টাসি নিয়ে পড়ে আছেন, তখন পৃথিবী সত্যিকার অর্থে পুড়ছে। বিশ্ব নেতারা হয়তো মনে করতে পারেন, প্রযুক্তির মাধ্যমে সব সংকট দূর হয়ে যাবে।’

জাতিসংঘের জলবায়ু সম্মেলনকে ‘ব্যবসায়িক সম্মেলন’ উল্লেখ করে গ্রেটা বলেন, ‘জাতিসংঘের আয়োজিত দুই সপ্তাহের এ সম্মেলন ছিল দুই সপ্তাহব্যাপী ব্যবসাকে উদযাপনের আয়োজন। এখানেও ব্যবসাকে প্রাধান্য দেওয়া হয়েছে। নিজেদেরকে লাভবান করার জন্য পালানোর পথ তৈরি করা হয়েছে।’

এএএইচ/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।