গোল্ডেন ড্রাগন বারে চলছে পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:১৫ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০১৯

ক্যাসিনো কিংবা অবৈধ জুয়ার আসরবিরোধী অভিযানের অংশ হিসেবে রাজধানীর ইস্কাটন রোডের গোল্ডেন ড্রাগন বারে চলেছে পুলিশের অভিযান।

সোমবার হাতিরঝিল থানার ওসি আবদুর রশিদ অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সন্ধ্যা ৭টা ৫০ মিনিটে গোল্ডেন ড্রাগন বারের ভিতরে প্রবেশ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। অভিযানে আমরা বারের লাইসেন্স, শর্ত অনুযায়ী মদ বেচাকেনা ও জুয়া খেলা হচ্ছে কি না তা খতিয়ে দেখবো।

এর আগে রাজধানীর মগবাজারের পিয়াসী বার ও তেজগাঁওয়ের ফু-ওয়াং ক্লাবে অভিযান চালিয়ে অবৈধ বার কিংবা ক্যাসিনো কিছুই পায়নি পুলিশ। সেজন্য তাদের বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থাও নেয়া সম্ভব হয়নি।

এআর/জেইউ/জেএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।