ঘূর্ণিঝড় বুলবুল : দুটি কন্ট্রোল রুম চালু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৫২ পিএম, ০৮ নভেম্বর ২০১৯

বাংলাদেশের উপকূলের দিকে ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বুলবুল’। এই ঘূর্ণিঝড় মোকাবেলায় কন্ট্রোল রুম খুলেছে পানি সম্পদ মন্ত্রণালয় এবং পানি উন্নয়ন বোর্ড।

শুক্রবার পানিসম্পদ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে কন্ট্রোল রুম খোলার কথা জানানো হয়।

পানি সম্পদ মন্ত্রণালয়ের কন্টোল রুম নম্বর ০১৩১৮২৩৪৫৬০ এবং পানি উন্নয়ন বোর্ডের কেন্দ্রীয় কন্ট্রোল রুম নম্বর ০১৫৫৫২৩৫৩৪৩৩।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ঘূর্ণিঝড় ‘বুলবুল’ মোকাবেলায় জেলা পর্যায়ে সব প্রস্তুতি গ্রহণ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। দুর্যোগকালীন কর্মকর্তাসহ সবার ছুটি বাতিল করা হয়েছে এবং নিজ নিজ কর্মস্থলে দুর্যোগ মোকাবেলায় অংশগ্রহণ করতে নির্দেশ করা হয়েছে।

আরএমএম/জেডএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।