ত্রিদেশীয় সিরিজের সূচি ঘোষণা পাকিস্তানের

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০২:২৮ পিএম, ০১ আগস্ট ২০২৫

এশিয়া কাপকে সামনে রেখে প্রস্তুতিতে ব্যাপক তোড়জোড় চালাচ্ছে আঞ্চলিক দলগুলো। সেই ধারাবাহিকতায় আফগানিস্তান ও আরব আমিরাতকে সঙ্গে নিয়ে একটি ত্রিদেশীয় সিরিজ আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল পাকিস্তান। এবার সেই সিরিজের সূচিও ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টি-টোয়েন্টি ফরম্যাটের এই ত্রিদেশীয় সিরিজটি আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত আরব আমিরাতের শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। এশিয়া কাপ যেহেতু আরব আমিরাতেই হবে, তাই এ সিরিজের মাধ্যমে সেখানকার কন্ডিশনের সঙ্গে পরিচিত হয়ে উঠবে দল তিনটি।

সিরিজের সবগুলো ম্যাচ সন্ধ্যা ৭টায় (স্থানীয় সময়) শুরু হবে। উদ্বোধনী ম্যাচে পাকিস্তান মুখোমুখি হবে আফগানিস্তানের। গ্রুপ পর্বে প্রতিটি দল একে অপরের সঙ্গে দুটি করে ম্যাচ খেলবে। এরপর পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল ৭ সেপ্টেম্বর ফাইনালে মুখোমুখি হবে।

মূলত, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলতি আগস্টে একটি দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ হওয়ার কথা ছিল। তবে এই দ্বিপক্ষীয় লড়াইকে ত্রিদেশীয় সিরিজে রূপ দেওয়া এবং আরব আমিরাতে আয়োজনের প্রস্তাব দেয় পিসিবি। পরে সেই প্রস্তাব গ্রহণ করে আরব আমিরাত ও আফগানিস্তান।

পাকিস্তানের প্রধান প্রতিদ্বন্দ্বী আফগানিস্তান/ছবি: সংগৃহীত

এশিয়া কাপে দুই গ্রুপে ভাগ হয়ে এশিয়া কাপে মোট ৮টি দল অংশ নেবে। গ্রুপ ‘এ’-তে রয়েছে পাকিস্তান, ভারত, সংযুক্ত আরব আমিরাত ও ওমান। গ্রুপ ‘বি’-তে রয়েছে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং।

টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে, যেখানে আফগানিস্তান মুখোমুখি হবে হংকংয়ের। পাকিস্তান এশিয়া কাপ মিশন শুরু করবে ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে। এরপর ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে প্রতীক্ষিত ভারত-পাকিস্তান হাইভোল্টেজ ম্যাচ।

আরও পড়ুন-

এবারের এশিয়া কাপ টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হবে, যা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির অংশ হিসেবে বিবেচিত হচ্ছে।

ত্রিদেশীয় সিরিজের সময়সূচি:

২৯ আগস্ট: আফগানিস্তান বনাম পাকিস্তান
৩০ আগস্ট: আরব আমিরাত বনাম পাকিস্তান
১ সেপ্টেম্বর: আরব আমিরাত বনাম আফগানিস্তান
২ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম আফগানিস্তান
৪ সেপ্টেম্বর: পাকিস্তান বনাম আরব আমিরাত
৫ সেপ্টেম্বর: আফগানিস্তান বনাম আরব আমিরাত

৭ সেপ্টেম্বর: ফাইনাল

এমএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।