এফসি সিউলের জালে ৭ গোল দিলো বার্সেলোনা

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ০৭:৫০ পিএম, ৩১ জুলাই ২০২৫

এশিয়া সফরে ক্লাব প্রীতি ম্যাচ বেশ ভালোই জমিয়ে তুলেছে বার্সেলোনা। তিনদিন আগে জাপানি ক্লাব ভিসেল কোবেকে ৩-১ গোলে হারিয়ে প্রাক মৌসুম প্রস্তুতি শুরু করে স্প্যানিশ জায়ান্টরা। এবার দক্ষিণ কোরিয়ান ক্লাব এফসি সিউলের জালে সাতবার বল প্রবেশ করালো হান্সি ফ্লিকের শিষ্যরা। তবে তিনটি হজমও করেছে। শেষ পর্যন্ত ম্যাচের ফল বার্সার পক্ষে, ৭-৩ গোলে জয়।

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলের বিশ্বকাপ স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় এফসি সিউল এবং বার্সেলোনা (fc seoul vs barcelona) প্রীতি ম্যাচটি। কোরিয়ানদের পেয়ে নিজেদের বেশ ভালোভাবেই ঝালিয়ে নিয়েছে বার্সা ফুটবলাররা (football)।

এফসি সিউলের (fc seoul) বিপক্ষে আজ গোল পেয়েছেন বার্সার (barcelona) প্রতিষ্ঠিত ফুটবলাররাই। রবার্ট লেওয়ানডস্কি, লামিনে ইয়ামাল (জোড়া গোল), আন্দ্রেস ক্রিস্টেনসেন, ফেরান তোরেস (জোড়া গোল) এবং গাবি। আগের ম্যাচে গোল পাওয়া এরিক গার্সিয়াকে আজ মাঠেই নামাননি হান্সি ফ্লিক। পেদ্রো ফার্নান্দেজ কিংবা রুনি বার্ডজিরা বদলি হিসেবে মাঠে নামলেও গোলের দেখা পাননি।

ম্যাচের পরিসংখ্যান দেখলেই বোঝা যায়, কতটা একপেশে হয়েছে ম্যাচটি। স্বাগতিক এফসি সিউলের ফুটবলাররা বলই পায়নি বলতে গেলে। বল দখলের লড়াইয়ে ৭৩ ভাগ এগিয়ে ছিল বার্সা। মাত্র ২৭ ভাগ বলের দখল ছিল এফসি সিউলের। তবুও তিনবার কিন্তু বার্সার জাল ভেদ করতে পেরেছিল তারা। এতেই বোঝা যাচ্ছে- রক্ষণভাগ নিয়ে আরও অনেক কাজ করতে হবে বার্সা কোচ হান্সি ফ্লিককে।

ম্যাচের ৮ম মিনিটে গোলের সূচনা করেন রবার্ট লেওয়ানডস্কি। এরপর ১৪তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন লামিনে ইয়ামাল। ৪৫+৩ মিনিটে আরও একটি গোল করেছিলেন তিনি। ২৬ মিনিটে একটি গোল পরিশোধ করেন এফসি সিউলের ইয়ং উক চো। প্রধমার্ধের ইনজুরি সময়ে (৪৫+১ মিনিটে) ব্যবধান ২-২ করে ফেলেন এফসি সিউলের ইয়াজান আল আরব। কিন্তু প্রথমার্ধের ইনজুরি সময়ে ৩-২ করেন লামিনে ইয়ামাল।

তবে দ্বিতীয়ার্ধে গিয়ে বার্সার সামনে আর দাঁড়াতে পারেনি সিউল। ৫৫ মিনিটে আন্দ্রেস ক্রিস্টেনসেন, ৭৪ মিনিটে ফেরান তোরেস, ৭৬ মিনিটে গাবি এবং ৮৮তম মিনিটে আবারও ফেরান তোরেস গোল করে বার্সে ৭ গোলের উচ্চতায় নিয়ে যান। দ্বিতীয়ার্ধে ৮৫তম মিনিটে জাং হুন মিন আরেকটি গোল পরিশোধ করতে সক্ষম হন।

ফলে শেষ পর্যন্ত ম্যাচের চিত্র দাঁড়ায় ৭-৩। এ ব্যবধানে জয় নিয়েই মাঠ ছাড়ে বার্সেলোনা। ৪ আগস্ট দায়েগু এফসির বিপক্ষে আরও একটি প্রীতি ম্যাচ খেলবে বার্সেলোনা।

আইএইচএস/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।