বাংলাদেশকে ব্যঙ্গ করলো ইমরান খানের দল


প্রকাশিত: ০৬:৪৩ পিএম, ১১ মে ২০১৫

গত ৯ মে ঢাকা টেস্টে পাকিস্তানের কাছে বাংলাদেশের হারের পর বাংলাদেশ ক্রিকেট দলকে ব্যঙ্গ করে তাদের ফেসবুক পেজে একটি কার্টুন প্রকাশ করেছে পাকিস্তানের রাজনৈতিক দল তেহরিক ই ইনসাফ।

এই কার্টুনে দেখা যায়, একটি রয়েল বেঙ্গল টাইগারের পিঠের চামড়া তুলে নিয়ে রোদে দেওয়া হয়েছে। এ থেকে বাংলাদেশ ক্রিকেট দলকে অবমাননার বিষয়টি বুঝতে কারো কষ্ট হয়নি।

উর্দু ভাষায় ব্যঙ্গচিত্রের ওপরে লেখা হয়েছে, ‘দেখো দেখো কৌন আয়া? শের কা শিকারি আয়া!’ বাংলায় অনুবাদ করলে এর অর্থ দাঁড়ায়, ‘দেখ দেখ কে এসেছে? বাঘের শিকারি এসেছে!

উল্লেখ্য, তেহরিক ই ইনসাফ দলের প্রধান হচ্ছেন পাকিস্তান দলের সাবেক অধিনায়ক ইমরান খান।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।