র‌্যাংকিংয়ে নিজেদের সর্বোচ্চ চূড়ায় টাইগাররা


প্রকাশিত: ০৩:৫৪ এএম, ১২ মে ২০১৫

শুরুটা সেই ২০০০ সালে। এর পর চোখের পলকে চলে গেল বাংলাদেশের টেস্ট মর্যাদা লাভের ১৪ বছর।  এতোদিন টেস্টে ম্যাচ গুলোতে খুব ভাল করতে না পারলেও সাম্প্রতিক বছরগুলোতে ধারাবাহিক সাফল্য পাচ্ছে বাংলাদেশ।  আর তার প্রভাব পড়েছে আইসিসির টেস্ট র‌্যাংকিংয়ে। সোমবার প্রকাশিত র‌্যাংকিং তালিকায় বাংলাদেশ এখন নিজেদের ইতিহাসের সর্বোচ্চ রেটিং পয়েন্ট ৩৯ নিয়ে ৯ম স্থানে অবস্থান করছে।

পাকিস্তানের বিপক্ষে সদ্যসমাপ্ত টেস্ট সিরিজের প্রথম ম্যাচ ড্র করে এক পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। আরও ছয় পয়েন্ট পেয়েছে সাম্প্রতিক বছরগুলোর পারফরম্যান্সের সুবাদে। সব মিলিয়ে বাংলাদেশের রেটিং পয়েন্ট বেড়েছে সাত। তবে র‌্যাংকিংয়ে আগের মতো নবম স্থানেই আছে বাংলাদেশ।

তবে টেস্ট র‌্যাংকিংয়ে যথারীতি শীর্ষ স্থানে রয়েছে দক্ষিণ আফ্রিকা। তাদের রেটিং পয়েন্ট ১৩০। আর দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার পয়েন্ট ১০৮। তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ডের রেটিং পয়েন্ট ৯৯। এদিকে পাকিস্তানের সমান ৯৭ রেটিং পয়েন্ট পেলেও ইংল্যান্ড রয়েছে পঞ্চম স্থানে।

জেআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।