শ্রেয়া ঘোষালের কনসার্টে ব্যাপক ভিড়, দুই দর্শক অসুস্থ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক
প্রকাশিত: ০৫:০৪ পিএম, ১৪ নভেম্বর ২০২৫
শ্রেয়া ঘোষাল। ছবি: সংগৃহীত

ভারতের কটকের বালী যাত্রায় বলিউড গায়িকা শ্রেয়া ঘোষালের কনসার্টে ব্যাপক ভিড় হয়েছে। মঞ্চে তিনি আসার সঙ্গে সঙ্গে উপচেপড়া মানুষের ভিড় নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে কিছু দর্শক অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ করতে হয় পুলিশকে।

ভিড়ের চাপে দুই দর্শক জ্ঞান হারান। তাদের মধ্যে একজন নারী ছিলেন। প্রাথমিক চিকিৎসার পর তাদের স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। একজন দর্শক সামান্য চোটও পান। কটক পুলিশ জানিয়েছে, “অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হয়নি। খুব ভিড় ছিল, কিন্তু আমরা পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছি। আহত ব্যক্তি সুস্থ আছেন।”-পুলিশ কমিশনার এস দেব দত্ত সিংহের বক্তব্য।

আরও পড়ুন:
ধর্মেন্দ্রর বাড়ির সামনে আলোকচিত্রীদের ভিড়, সানির ক্ষোভ
স্ত্রী আলিয়াকেও ফলো করতে দেন না রণবীর, কিন্তু কেন

অনুষ্ঠানের আগে শ্রেয়া সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের উদ্দেশে লিখেছিলেন, “কটকের পথে আমি।” এক অনুরাগীর প্রশ্নের উত্তরে তিনি জানান, “ওড়িশার খাবার খাওয়ার জন্য অপেক্ষা করছি। বিশেষ করে ছানাপোড়া খুবই সুস্বাদু।”বর্তমানে এই অশান্তি সম্পর্কে শ্রেয়া ঘোষাল বা তার টিমের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য প্রকাশিত হয়নি।

এমএমএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।