পিপিই-টেস্টিং কিট কিনতে ৩ কোটি রুপি দিলেন অক্ষয়
করোনভাইরাস সঙ্কট মোকাবিলায় মার্চ মাসের শেষের দিকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির তহবিলে ২৫ কোটি রুপি দিয়েছিলেন অক্ষয়। দিনে দিনে করোনার প্রকপ বেড়েই চলেছে। বাড়ছে করোনায় আক্রান্ত মানুষের সংখ্যা।
আবারও এগিয়ে এলেন অক্ষয় কুমার। চিকিৎসা সরঞ্জামাদি কিনতে মুম্বাই পৌরসভাকে এবার আরও ৩ কোটি রুপি দিলেন এই নায়ক। বিষয়টি নিশ্চিত করেছেন বলিউডের বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ।
শুক্রবার টুইটারে তরণ আদর্শ লিখেছেন, ‘পিএম-কেয়ারস ফান্ডে ২৫ কোটি রুপি দেওয়ার পর অক্ষয় কুমার এবার বিএমসি’কে ৩ কোটি রুপি দিলেন। পিপিই, মাস্ক ও টেস্টিং কিট কেনার জন্য বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল করপোরেশনকে ৩ কোটি রুপি দিলেন অক্ষয়।’
অক্ষয় কুমার, কার্তিক আরিয়ান, টাইগার শ্রফ, আয়ুষ্মান খুরানা, ভিকি কৌশল, রাজকুমার রাও, সিদ্ধার্থ মালহোত্রা, রাকুল প্রীত সিং, অনন্যা পাণ্ডে, ভূমি পেড়কেকর, কৃতি শ্যানন, তাপসী পান্নু, কিয়ারা আদবাণী সবাই একটি থিম সংগীতে অংশ নিয়েছিলেন গত সপ্তাহে। সামাজিক মাধ্যমে গানটি দারুণ সাড়া ফেলেছে।
এখন পর্যন্ত ভারতে ৬,৪১২ জন করোনায় আক্রান্ত রোগী ধরা পড়েছে। এর মধ্যে ৫০৪ জন সুস্থ হয়েছেন। আর মারা গেছেন ১৯৯ জন।
এমএবি/জেআইএম