ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয়

ফিলিস্তিনের জলসীমায় ইসরায়েলের কোনো কর্তৃত্ব নেই

আন্তর্জাতিক ডেস্ক
আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ০২ অক্টোবর ২০২৫
গাজা উপকূল। ছবি: এএফপি

ফিলিস্তিনের পররাষ্ট্র মন্ত্রণালয় গাজার উদ্দেশ্যে যাওয়া সহায়তা নৌবহরে (গ্লোবাল সুমুদ ফ্লোটিলা) ইসরায়েলের হামলা ও আটকানোর ঘটনায় কঠোর নিন্দা জানিয়েছে। কমপক্ষে ২১টি নৌকা ইসরায়েলি বাহিনী আটকে দিয়েছে বলে জানা গেছে।

মন্ত্রণালয় বলেছে, নৌকাগুলোতে থাকা যাত্রীদের নিরাপত্তা ও সুস্থতার পূর্ণ দায়িত্ব ইসরায়েলের এবং এ ঘটনায় তারা গভীর উদ্বেগ প্রকাশ করছে।

বিবৃতিতে আরও বলা হয়, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা একটি শান্তিপূর্ণ ও বেসামরিক উদ্যোগ, যার লক্ষ্য গাজায় ইসরায়েলের অমানবিক ও অবৈধ অবরোধ ভেঙে দেওয়া এবং ক্ষুধার নীতি ও গণহত্যার অবসান ঘটানো, যা আন্তর্জাতিক আইনের সঙ্গেও সঙ্গতিপূর্ণ।

ফিলিস্তিন আবারও মনে করিয়ে দিয়েছে যে আন্তর্জাতিক বিচার আদালত ফিলিস্তিন দখলকে অবৈধ ঘোষণা করেছে। তাই ফিলিস্তিনের আঞ্চলিক জলসীমায় ইসরায়েলের কোনো কর্তৃত্ব বা সার্বভৌমত্ব নেই।

মন্ত্রণালয় অংশগ্রহণকারী সাহসী কর্মীদের প্রশংসা করে বলেছে, তাদের দৃঢ় সংকল্পই অবরোধ ভাঙা ও ইসরায়েলের গণহত্যার অবসান ঘটানোর প্রচেষ্টাকে এগিয়ে নিচ্ছে।

সূত্র: আল-জাজিরা

এমএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।