সাংবাদিক রোজিনার মুক্তি দাবি বাংলাদেশ হিন্দু পরিষদের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৭:১৬ পিএম, ১৮ মে ২০২১

পেশাগত দায়িত্ব পালনকালে প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে মানসিক-শারীরিকভাবে হেনস্তার নিন্দা এবং তার বিরুদ্ধে করা মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু পরিষদ।

মঙ্গলবার (১৮ মে) সংগঠনটির সাধারণ সম্পাদক সাজন কুমার মিশ্র সই করা এক বিজ্ঞপ্তিতে এসব জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সংবাদ সংগ্রহকালে অন্যায়ভাবে সচিবালয়স্থ কক্ষে আটক ও শারীরিক-মানসিক হেনস্তা সমগ্র জাতীয় জীবনে এক অশনিসংকেত।

জাতির বিবেকখ্যাত সাংবাদিকের ওপর এহেন বর্বোরোচিত ঘটনায় বাংলাদেশ হিন্দু পরিষদের পক্ষ থেকে তীব্র নিন্দাসহ অনতিবিলম্ব সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তির দাবি জানাচ্ছি।

পিডি/এমআরএম/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।