‘ম্যাচ চলাকালীন হস্তক্ষেপ একেবারেই গ্রহণযোগ্য নয়’
বিপিএলে অ্যান্টি করাপশন ইউনিট আকুর তৎপরতা নিয়ে শুক্রবার গুরুতর অভিযোগ তুলেছে ঢাকা ক্যাপিটালস। ম্যানেজারকে না জানিয়ে খেলোয়াড়ের রুমে ঢুকে যাওয়া, ব্যাটিংয়ে নামার আগে জেরার মুখে ফেলা! ঢাকার এসব অভিযোগে আকুর কার্যক্রম নিয়ে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। আকুর কড়াকড়িকে ইতিবাচক হিসেবে নিলেও প্রক্রিয়া সঠিক যেন হয় এটার নিশ্চয়তা চান রাজশাহী ওয়ারিয়র্সের হেড কোচ হান্নান সরকার।