টিভির পর্দায় নয়, হৃদয়ে গেঁথে থাকা সুপারহিরোর নাম মুকেশ খান্না

প্রকাশিত: ১১:৪৮ এএম, ২৩ জুন ২০২৫ আপডেট: ১১:৪৮ এএম, ২৩ জুন ২০২৫

একটা সময় ছিল, সন্ধ্যা নামলেই টিভির সামনে বসে যেত এক প্রজন্ম। পর্দায় ভেসে উঠত এক বিস্ময়কর চরিত্র ‘শক্তিমান’। তবে এ শুধু একটা চরিত্র নয়, এক বিশ্বাস, এক ন্যায়বোধের নাম। যিনি শুধু শিশুদের নয়, বড়দের মাঝেও ছড়িয়ে দিয়েছিলেন সততা, সাহস আর আদর্শের বীজ তিনি মুকেশ খান্না। শক্তিমান কিংবা মহাভারতের ভীষ্ম প্রতিটি চরিত্রে তিনি নিজেকে নয়, সময়কে প্রতিনিধিত্ব করেছেন। তার কণ্ঠে ছিল দায়িত্ব, চোখে ছিল দৃঢ়তা আর মনে ছিল নীতির দীপ্তি। তাই তো তিনি শুধুমাত্র টেলিভিশনের পর্দায় নয়, গেঁথে আছেন কোটি হৃদয়ের অন্দরে চিরকালীন এক সুপারহিরো হয়ে। ছবি: সোশ্যাল মিডিয়া থেকে