রাফে সালমান রিফাত

এসপি অফিসে হাসনাত, বাইরে জড়ো হচ্ছে আওয়ামী লীগ-ছাত্রলীগ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৩৭ পিএম, ১৬ জুলাই ২০২৫
এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ/ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা গোপালগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অবস্থান করছেন। আর বাইরে আওয়ামী লীগ, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে ইউনাইটেড পিপলস বাংলাদেশের (আপ) প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাত এক ফেসবুক পোস্টে এ তথ্য জানিয়েছেন। তিনি হাসনাতের সঙ্গে কথা বলেছেন বলেও পোস্টে উল্লেখ করা হয়।

রাফে সালমান রিফাত লিখেছেন, হাসনাতের সঙ্গে কথা হলো। অবরুদ্ধ পরিস্থিতির অবস্থা ভালো না। মাইকিং করে লোক জড়ো করা হচ্ছে। এসপি অফিস ঘিরে রেখেছে এখনো।

তিনি আরও লেখেন, আশপাশের জেলা থেকে পুলিশ, র‌্যাব, বিজিবি, আর্মি, কোস্টগার্ড গোপালগঞ্জের দিকে মুভ করছে। তাদের (এনসিপি নেতাকর্মী) উদ্ধার করে আনার জন্য।

এএএইচ/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।