কারফিউয়ের মধ্যেও গোপালগঞ্জে চলছে যান, খুলেছে দোকান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০১:২৫ পিএম, ১৭ জুলাই ২০২৫
শহরে চলছে রিকশা-ভ্যানের মতো হালকা যান/ ছবি: বিবিসি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে সংঘাত-সংঘর্ষ ও হতাহতের পর রাত থেকেই কারফিউ চলছে। রিকশা-ভ্যান ও হালকা কিছু যানবাহন চলছে। তবে রাস্তায় মানুষের উপস্থিতি কম।

বৃহস্পতিবার (১৭ জুলাই) শহরজুড়ে পুলিশের কয়েকটি গাড়ি টহলরত অবস্থায় আছে। হালকা যানবাহন চলতে দেখা গেছে, খুলেছে অল্প কিছু দোকানপাটও। গোপালগঞ্জ শহরের পরিস্থিতি আপতত শান্ত হলেও পরিবেশ থমথমে।

কারফিউয়ের মধ্যেও গোপালগঞ্জে চলছে যান, খুলেছে দোকান

প্রতিদিনের মতো বৃহস্পতিবারও পরিচ্ছন্নতাকর্মীরা তাদের কাজ করেছেন। দিনমজুরদেরও কাজের সন্ধানে বের হতে দেখা গেছে।

সূত্র: বিবিসি

এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।