গোপালগঞ্জে পুলিশ, সেনাবাহিনী, বিজিবির সঙ্গে যোগ দিয়েছে কোস্টগার্ড

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪০ পিএম, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জ জেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষ্যে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবির সঙ্গে যুক্ত হয়েছে কোস্টগার্ড। বুধবার (১৬ জুলাই) রাতে কোস্টগার্ড সদর দপ্তরের লে. কমান্ডার হারুন-অর-রশীদ এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্টগার্ড সবসময়ই দেশের স্বার্থে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তুত। চলমান পরিস্থিতিতে যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা প্রতিরোধে কঠোর অবস্থানে রয়েছে এ বাহিনী। সাধারণ জনগণের সহায়তা ও আস্থা নিয়ে পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিরলস কাজ করে যাচ্ছে কোস্টগার্ড।

বিজ্ঞাপন

গোপালগঞ্জে পুলিশ, সেনাবাহিনী, বিজিবির সঙ্গে যোগ দিয়েছে কোস্টগার্ড

বুধবার বিকেলে গোপালগঞ্জ সভা শেষে ফেরার পথে এনসিপির গাড়িবহরে হামলার ঘটনা ঘটে। নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের কর্মীরা এ হামলা চালায় বলে জানা গেছে। এসময় গোপালগঞ্জ রণক্ষেত্রে পরিণত হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

বুধবার বিকেল ৪টা থেকে বিজিবির চার প্লাটুন সদস্য আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় গোপালগঞ্জে যোগ দেয়।

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

এর আগে পুলিশের পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনী ও র্যাবের সদস্যরা আইনশৃঙ্খলা রক্ষায় মোতায়েন ছিল।

টিটি/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।