আমাদের মেরে ফেলাই তাদের উদ্দেশ্য: আখতার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৪৩ পিএম, ১৬ জুলাই ২০২৫
এনসিপির সদস্যসচিব আখতার হোসেন/ফাইল ছবি

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ ঘিরে হামলার ঘটনায় দলটির সদস্যসচিব আখতার হোসেন বলেছেন, আমাদের মেরে ফেলাই তাদের উদ্দেশ্য।

বুধবার (১৬ জুলাই) রাতে হামলার কয়েকটি ছবি ফেসবুকে শেয়ার করে তার ক্যাপশনে এ কথা লিখেছেন এনসিপির এই নেতা।

ফেসবুকে আখতার লেখেন, আমাদের নেতাকর্মীদের লক্ষ্য করে গাড়িতে হামলা চালায় সন্ত্রাসী লীগ বাহিনী। বাংলাদেশবিরোধী লীগ এবং তাদের দোসরদের প্রতিহত করতে হবে। আমাদের মেরে ফেলাই ওদের উদ্দেশ্য। ওদের বিচার করতে হবে।

এনএস/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।