কারফিউয়ের মাঝে গোপালগঞ্জে চলছে বিশেষ অভিযান

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:১৭ পিএম, ১৭ জুলাই ২০২৫
পরিস্থিতি নিয়ন্ত্রণে বুধবার থেকে অভিযান চালাচ্ছে সেনাবাহিনীর/ ছবি: বিবিসি বাংলা

গোপালগঞ্জে বুধবার রাত ৮টা থেকে কারফিউ শুরু হয়েছে। চলবে বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত। তবে গতকাল সন্ধ্যা থেকেই গোপালগঞ্জে বিশেষ অভিযান চলছে। সেনাবাহিনীর অধীনে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনী এটি পরিচালনা করছে বলে জানিয়েছেন পুলিশের একাধিক কর্মকর্তা। সূত্র: বিবিসি।

পুলিশ জানিয়েছে, গোপালগঞ্জ শহরের আইনশৃঙ্খলা পরিস্থিতি এখন শান্ত আছে। তবে পরিবেশ কিছুটা থমথমে।

গোপালগঞ্জ সদর সার্কেল পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানিয়েছেন, গোপালগঞ্জের পরিস্থিতি স্বাভাবিক, তবে থমথমে। কারফিউ বলবৎ আছে। গতকালের ঘটনায় গ্রেফতারও করা হয়েছে। কিন্তু গ্রেফতারের সংখ্যা কত সে সম্পর্কে তিনি পরিষ্কার কোনো ধারণা দেননি।

এফএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।