গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবক ঢাকা মেডিকেলে

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৫৬ পিএম, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে। তার নাম সুমন বিশ্বাস (২০)।

বুধবার (১৬ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে তাকে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নেওয়া হয়। এর আগে দুপুর দেড়টার দিকে সংঘর্ষে গুলিবিদ্ধ হন তিনি।

বিজ্ঞাপন

সুমন বিশ্বাসের মা নিপা বিশ্বাস বলেন, আমার ছেলে একটি পানির কোম্পানিতে চাকরি করে। দুপুরের দিকে বাসায় ফেরার পথে গোপালগঞ্জ এনআই অফিসের পেছনে সংঘর্ষে গুলিবিদ্ধ হয় সে। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল নিয়ে যাই। পরে সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসি।

তিনি জানান, তাদের বাড়ি গোপালগঞ্জ সদর উপজেলার পাঁচুরিয়া গ্রামে। সুমন বিশ্বাসের বাবার নাম সুনীল বিশ্বাস।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক এ তথ্য নিশ্চিত করে বলেন, গোপালগঞ্জের সংঘর্ষে গুলিবিদ্ধ এক যুবককে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন তার অবস্থা আশঙ্কাজনক।

কাজী আল-আমিন/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।