গোপালগঞ্জে বৃহস্পতিবারের এইচএসসি পরীক্ষা স্থগিত হতে পারে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৪ পিএম, ১৬ জুলাই ২০২৫
ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রা ও সমাবেশকে কেন্দ্র করে গোপালগঞ্জ শহরে কারফিউ জারি করা হয়েছে। এতে আগামীকাল বৃহস্পতিবার (১৭ জুলাই) অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষা নিয়ে তৈরি হয়েছে অনিশ্চয়তা।

বিষয়টি নিয়ে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি। তবে এ নিয়ে আলোচনা চলছে। সেখানে আগামীকালের পরীক্ষা স্থগিত রাখার বিষয়টি বিবেচনা করা হচ্ছে।

বুধবার (১৬ জুলাই) রাতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল উদ্দিন হায়দার এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, গোপালগঞ্জ শহরে আমাদের এইচএসসির একটি কেন্দ্র রয়েছে। বৃহস্পতিবার যেসব বিষয়ে পরীক্ষা, সেগুলোতে ওখানে শিক্ষার্থীর সংখ্যাও কম। এখন পর্যন্ত পরীক্ষা স্থগিতের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে আগামীকালের পরীক্ষা হয়তো স্থগিত হতে পারে। কিছুক্ষণের মধ্যে ওয়েবসাইটে বিজ্ঞপ্তি প্রকাশ করে চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হবে।

বোর্ডের প্রকাশিত সময়সূচি অনুযায়ী- বৃহস্পতিবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত এইচএসসির ভূগোল দ্বিতীয়পত্র পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আর দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উচ্চাঙ্গ সঙ্গীত দ্বিতীয়ত্র, আরবি দ্বিতীয়পত্র এবং পালি দ্বিতীয়পত্র পরীক্ষা হওয়ার কথা।

এএএইচ/বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।