গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ)
প্রকাশিত: ০৫:২৯ পিএম, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশ শেষে তাদের ঘিরে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ডে অবরোধ করে বিক্ষোভ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা।

বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড এলাকায় তারা এই বিক্ষোভ কর্মসূচি শুরু করেন।

সরেজমিনে দেখা গেছে, এনসিপির নেতাকর্মীরা মহাসড়কের সাইনবোর্ডের উভয় লেনের সড়ক বন্ধ করে বিক্ষোভ করছেন। তারা আওয়ামী লীগ ও ছাত্রলীগবিরোধী বিভিন্ন স্লোগান দিচ্ছেন।

গোপালগঞ্জে হামলার প্রতিবাদে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ

এ বিষয়ে জাতীয় যুবশক্তির কেন্দ্রীয় কমিটির সংগঠক নিরব রায়হান বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসী কর্তৃক আমাদের নেতাকর্মীর ওপর হামলার প্রতিবাদে আমরা বিক্ষোভে নেমেছি। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপস্থিতিতে এই হামলার তীব্র নিন্দা জানাই।

এনসিপির কেন্দ্রীয় সদস্য ও নারায়ণগঞ্জ জেলার যুগ্ম সমন্বয়কারী আহমেদুর রহমান তনু বলেন, অন্তর্বর্তী সরকার কী করছে, এটা আমাদের প্রশ্ন। আমরা বর্বরোচিত হামলা বিচার চাই।

মো. আকাশ/এসআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।