গোপালগঞ্জে হামলা: মিরপুর ১০ নম্বরে এনসিপির ব্লকেড

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৬:১৩ পিএম, ১৬ জুলাই ২০২৫

গোপালগঞ্জে হামলার ঘটনায় রাজধানীর মিরপুর-১০ নম্বর গোল চত্ত্বরে ব্লকেড ও মিছিল করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও সমমনা দলগুলো। বুধবার (১৬ জুলাই) বিকেল ৫টার দিকে গোলচত্ত্বরে অবস্থান নেন নেতাকর্মীরা। তারা গোপালগঞ্জে হামলার প্রতিবাদ ও জড়িতদের শাস্তি দাবি করেন।

এসময় ‘দালালি না রাজপথ’, ‘আপস না সংগ্রাম’ ইনকিলাব জিন্দাবাদ স্লোগান দেয়। বিকেল পৌনে ৫টার পর ব্লকেড স্থগিত করে শাহবাগের উদ্দেশ্যে রওনা দেয় সংগঠনগুলোর নেতাকর্মীরা।

বিজ্ঞাপন

ছাত্র সংসদের কেন্দ্রীয় মুখপাত্র পরিচয় দেওয়া ফারদিন হাসান বলেন, এনসিপির নেতাকর্মীরা সুস্থভাবে গোপালগঞ্জ ত্যাগ করেছেন। আমরা ব্লকেড কর্মসূচি প্রত্যাহার করছি। এখান থেকে আমরা শাহবাগের উদ্দেশ্যে রওনা দেব।

এসময় ১০ নম্বর গোলচত্ত্বর এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি দেখা যায়।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

এসএম/এমআইএইচএস/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।