শাহবাগে জুলাই ঐক্যের প্রতীকী কফিন মিছিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৯:১৯ পিএম, ১৬ জুলাই ২০২৫

গণঅভ্যুত্থানের দিনগুলোর স্মরণে রাজধানীর শাহবাগে প্রতীকী কফিন মিছিল করেছে জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠনগুলোর জোট জুলাই ঐক্য।

বুধবার (১৬ জুলাই) রাত ৮টা ৫০ মিনিটে একটি মিছিল নিয়ে শাহবাগে জাদুঘরের সামনে আসেন তারা। মিছিলে বেশ কিছু প্রতীকী কফিন আনা হয়।

শাহবাগে জুলাই ঐক্যের প্রতীকী কফিন মিছিল

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে জুলাই ঐক্যের সংগঠক এবি জুবায়ের বলেন, আজ গোপালগঞ্জে জুলাই অভ্যুত্থানের নেতাদের ওপর হামলা করা হয়েছে। আমরা এই দিন আর দেখতে চাই না। ইন্টেরিম সরকারকে বলবো আপনারা আর কত সুশীল থাকবেন। অভ্যুত্থানের এক বছর হয়ে গেলো এখনও জুলাই সনদপত্র দিলেন না। আমরা আর রাস্তায় নামতে চাই না। অবিলম্বে জুলাই সনপত্র দেন।

তিনি বলেন, আমরা আর কত রাস্তায় নামবো। এভাবে রাস্তায় নামার জন্যই কি জুলাইয়ে রাস্তায় নেমেছিলাম?

এনএস/এমআইএইচএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।