গোপালগঞ্জে এনসিপির নেতাকর্মীদের ওপর হামলায় জেএসডির নিন্দা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৮:২৯ এএম, ১৭ জুলাই ২০২৫

গোপালগঞ্জে দলীয় কর্মসূচি পালনের সময় এনসিপির নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি।

বুধবার (১৬ জুলাই) জেএসডির সভাপতি আ স ম আবদুর রব ও সাধারণ সম্পাদক শহীদ উদ্দীন মাহমুদ স্বপন এক যৌথ বিবৃতিতে এ নিন্দা জানান।

বিবৃতিতে তারা বলেন, দেশ যখন সংস্কার, ফ্যাসিস্টদের বিচার এবং একটি নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছে; তখন পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীদের ওপর হামলা করে তাদের পুরোনো ফ্যাসিস্ট চরিত্র সামনে নিয়ে এসেছে। আওয়ামী লীগ তার নিজেদের কর্মকাণ্ডের মধ্য দিয়েই প্রমাণ করছে এখনো তারা তাদের সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে সরে আসেনি।

নেতৃবৃন্দ আরও বলেন, আজকের ঘটনায় আরও প্রমাণ হয় দেশের নিরাপরাধ মানুষের রক্ত ঝরিয়ে ৫ আগস্টের পর ক্ষমতাচ্যুত হলেও বিন্দুমাত্র অনুশোচনা নেই আওয়ামী লীগের। তাদের মূল নেতৃবৃন্দ বিদেশে নিরাপদ জীবনযাপন করলেও ক্ষমতার মোহে এ ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডে উসকানি দিয়ে দেশে থাকা নেতাকর্মীদের জীবনও অনিরাপদ করতে দ্বিধা করছে না। কেননা, বিতাড়িত ফ্যাসিস্ট মোকাবিলায় জনগণ এখনো যে ঐক্যবদ্ধ সেটা তারা ভুলে যায়।

তারা বলেন, আমরা ফ্যাসিস্টবিরোধী সকল পক্ষকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানাই। একই সঙ্গে হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি।

এমএইচএ/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।