গোপালগঞ্জে কোনো সন্ত্রাসীদের আস্তানা সহ্য করব না: নাহিদ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি গোপালগঞ্জ
প্রকাশিত: ০৩:৫৩ পিএম, ১৬ জুলাই ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম জানিয়েছেন, গোপালগঞ্জে কোনো সন্ত্রাসীদের আস্তানা সহ্য করব না। যে কোনো মূল্যে গোপালগঞ্জকে ‘মুজিববাদ’ মুক্ত করা হবে।

বুধবার (১৬ জুলাই) দুপুর আড়াইটার দিকে গোপালগঞ্জ শহরের পৌরপার্কে আয়োজিত সমাবেশে তিনি এ কথা বলেন।

এনসিপির সমাবেশে যোগ দেওয়া জনতাকে সাহসী সন্তান আখ্যায়িত করে নাহিদ ইসলাম বলেন, আপনারা যারা আজ এখানে উপস্থিত হয়েছেন আপনারা সাহসী সন্তান। আমরা জানি, যদি বাধা দেওয়া না হতো, ভয় তৈরি করা না হতো, লোকে লোকারণ্য হতো এই সমাবেশ।

নাহিদ ইসলাম বলেন, আমরা গোপালগঞ্জে এসেছিলাম জুলাই পদযাত্রা কর্মসূচি নিয়ে। এখানে কোনো যুদ্ধের আহ্বান নিয়ে আসিনি। আমরা গোপালগঞ্জের নাম পাল্টাতে আসিনি। আমরা এসেছি গোপালগঞ্জের মানুষের অধিকার রক্ষার জন্য। কিন্তু মুজিববাদীরা আমাদের বাধা দিয়েছে। আমরা গত জুলাই আন্দোলনে বলেছিলাম, বাধা দিলে বাঁধবে লড়াই। সেই লড়াইয়ে আমরা টিকেছিলাম। আজ বাধা দেওয়া হয়েছে। দ্বিগুণ গতিতে আমরা জবাব দেব।

নাহিদ ইসলাম বলেন, আপনারা যারা নতুন বাংলাদেশের পক্ষে, আপনাদের দায়িত্ব নিতে হবে। নিজেদের রক্ষার দায়িত্ব আমাদের নিতে হবে।

জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম এই নায়ক বলেন, গোপালগঞ্জের সঙ্গে কোনো বৈষম্য হবে না। কিন্তু গোপালগঞ্জে কোনো সন্ত্রাসীদের আস্তানা সহ্য করব না।

তিনি প্রশাসনের উদ্দেশে বলেন, আজ কোন সাহসে এখানে মুজিববাদীরা আমাদের কর্মসূচিতে বাধা দিয়েছে। গোপালগঞ্জে কারা তাদের আশ্রয়-প্রশ্রয় দিচ্ছে। আমরা আবার আসব। গোপালগঞ্জকে মুজিববাদীদের হাত থেকে মুক্ত করেই ছাড়ব।

বিধান মজুমদার/এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।