গরিবের জন্য কিছু নেই বাজেটে : মিনু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজশাহী
প্রকাশিত: ০৪:২২ পিএম, ১৪ জুন ২০১৯

এবারের বাজেটে গরিবের জন্য কিছুই নেই বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু। তিনি বলেন, এই সরকার অগণতান্ত্রিক। বাজেট দেয়ার নৈতিক অধিকার সরকারের নেই। আর এই কারণেই উচ্চাভিলাসী বাজেট দেয়া হয়েছে। এই বাজেট ধনীদের আরও ধনী করবে। অথচ গরিবের জন্য বাজেটে কিছুই নেই।

আজ শুক্রবার বাজেট প্রতিক্রিয়ায় এই মন্তব্য করেন মিনু।

মিনু আরও বলেন, বাজেট ঘাটতি মেটাতে ব্যাংক থেকে ঋণ নেয়ার কথা বলা হয়েছে। নানান কৌশলে ব্যাংকগুলোকে দেউলিয়া করে দেয়া হচ্ছে। এর প্রভাব পড়ছে দেশের অর্থনীতিতে।

এর আগে বৃহস্পতিবার (১৩ জুন) জাতীয় সংসদে ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। এটি দেশের ৪৮তম এবং বর্তমান সরকারের তৃতীয় মেয়াদের প্রথম বাজেট।

‘সমৃদ্ধ আগামীর পথযাত্রায় বাংলাদেশ : সময় এখন আমাদের, সময় এখন বাংলাদেশের’ শিরোনামে প্রস্তাবিত বাজেটের আকার ধরা হয় ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা। দেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট এটি।

এসআর/পিআর

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।