জাতীয় সমাবেশস্থলে জামায়াতের সেক্রেটারি পরওয়ার

জ্যেষ্ঠ প্রতিবেদক
জ্যেষ্ঠ প্রতিবেদক জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশিত: ০৯:৪২ এএম, ১৯ জুলাই ২০২৫

জামায়াতের জাতীয় সমাবেশস্থলে এসে পৌঁছেছেন দলটির সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার। শনিবার (১৯ জুলাই) সকাল ৯টা ২৫ মিনিটে মন্দির গেট দিয়ে তাকে প্রবেশ করতে দেখা যায়।

প্রবেশের সময় তাকে ঘিরে ধরে স্লোগান দিতে দেখা যায় নেতাকর্মীদের। হাত নেড়ে নেতাকর্মীদের শুভেচ্ছা জানান জামায়াতের সেক্রেটারি। স্বেচ্ছাসেবকরা ব্যারিকেড দিয়ে তাকে স্টেজের দিকে নিয়ে যান।

আজ রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশ। আনুষ্ঠানিক যাত্রা দুপুর ২টায় হলেও সকাল ১০টায় সাংস্কৃতিক অনুষ্ঠান দিয়ে শুরু হবে। এরই মধ্যে মাইকে সালাম দিয়ে এই ঘোষণা দিয়েছেন জনপ্রিয় শিল্পী সাইফুল্লাহ মানসুর।

জামায়াতের জাতীয় মহাসমাবেশে সভাপতিত্ব করবেন দলটির আমির ডা. শফিকুর রহমান। মহাসমাবেশে তারা পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেলপ্লেয়িং ফিল্ড, সংস্কার ও বিচারসহ বেশ কিছু দাবি উপস্থাপন করবেন।

জানা গেছে, বাংলাদেশের ক্রিয়াশীল সব রাজনৈতিক দলকেই তাদের সমাবেশে আমন্ত্রণ জানিয়েছে জামায়াত।

জামায়াতের মহাসমাবেশ স্থলে ওজু-টয়লেটের ব্যবস্থা আছে। আছে নামাজের ব্যবস্থাও। মেডিকেল বুথ আছে। পর্যাপ্ত শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করেছে নিজস্ব ব্যবস্থাপনায়।

এসইউজে/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।