সমাবেশে যাওয়ার পথে জামায়াত কর্মীর মৃত্যু

উপজেলা প্রতিনিধি উপজেলা প্রতিনিধি ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১০:০৯ এএম, ১৯ জুলাই ২০২৫

ঢাকায় জামায়াতে ইসলামীর সমাবেশে যাওয়ার পথে মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস (৫০) নামে এক জামায়াত কর্মীর মৃত্যু হয়েছে।

শুক্রবার (১৮ জুলাই) দিনগত রাত আড়াইটার দিকে গাজীপুরের চান্দুরা এলাকায় বাসের মধ্যে অসুস্থ হলে একটি বেসরকারি হাসপাতালে নেওয়ার পর সেখানে মারা যান তিনি।

কলম বিশ্বাস পাবনার ঈশ্বরদী উপজেলার চরমিরকামারী গ্রামের মাহবুব বিশ্বাসের ছেলে।

শুক্রবার রাত ১১টার দিকে ঈশ্বরদী থেকে বাসে সমাবেশের উদ্দেশ্যে যাত্রা করেন কলম বিশ্বাস।

পাবনা জেলা জামায়াতের কর্মপরিষদের সদস্য গোলাম রব্বানী খান জুবায়ের জাগো নিউজকে বলেন, মোস্তাফিজুর রহমান কলম বিশ্বাস যমুনা সেতু পার হওয়ার পর অসুস্থ অনুভব করলে তাকে বাসে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে চান্দুরা এলাকায় পৌঁছালে তার অবস্থার অবনতি হয়। তাকে স্থানীয় হাসপাতালে নিলে সেখানে তার মৃত্যু হয়।

শেখ মহসীন/এমএন/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।