জামায়াতের সমাবেশ

রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১১:১৪ এএম, ১৯ জুলাই ২০২৫
রমনা পার্কে বসে আছেন জামায়াতের নেতাকর্মীরা, ছবি: রায়হান আহমেদ

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ হচ্ছে আজ। শনিবার (১৯ জুলাই) বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সমাবেশে বাড়ছে নেতাকর্মীদের সংখ্যা। উদ্যান ছাড়িয়ে চারপাশের সড়ক পর্যন্ত বিস্তৃত হয়েছে নেতাকর্মীদের উপস্থিতি।

এদিকে, রাজধানীর রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা। কেউ আড্ডা দিচ্ছেন কেউবা ভ্যাপসা গরমের মাঝেও শুয়ে বিশ্রামও নিচ্ছেন।

রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা

রমনা পার্কে অবস্থান করা বেশ কয়েকজন জামায়াত কর্মী জানিয়েছেন ভ্যাপসা গরম ও ভিড়ের কারণে পার্কে তারা অবস্থান নিয়েছেন। দুপুরের পর তারা সোহরাওয়ার্দী উদ্যানে যাবেন।

রমনা পার্কেও অবস্থান নিয়েছেন নেতাকর্মীরা

রংপুর জেলা থেকে আসা জামায়াত কর্মী ষাটোর্ধ্ব আমজাদ হাসান জাগো নিউজকে বলেন, ভোর ৫টায় ঢাকায় পৌঁছেছি। সকাল থেকে উদ্যানে ছিলাম। গরমে দুর্বল হয়ে গেছি। খাওয়া দাওয়া করে আবার ঢুকবো সমাবেশস্থলে।

আরএএস/এসএনআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।