ট্রেনভর্তি করে নেতাকর্মীরা আসছেন জামায়াতের সমাবেশে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:৫৩ এএম, ১৯ জুলাই ২০২৫
জামায়াতের সমাবেশে অংশ নিতে ট্রেনভর্তি করে আসছেন নেতাকর্মীরা/ছবি নাহিদ সাব্বির

বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা জাতীয় মহাসমাবেশে যোগ দিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ট্রেনভর্তি করে নেতাকর্মীরা ঢাকায় প্রবেশ করছেন। সকাল থেকে যতগুলো ট্রেন কমলাপুরে এসে পৌঁছেছে প্রতিটিতেই জামায়াতের নেতাকর্মীদের উপস্থিতি ছিল।

শনিবার (১৯ জুলাই) সকালে কমলাপুর রেলস্টেশনে সরেজমিনে এ চিত্র দেখা গেছে।

ট্রেনভর্তি করে নেতাকর্মীরা আসছেন জামায়াতের সমাবেশে

নেতাকর্মীরা ঢাকায় আসতে পেরে বেশ উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা বলছেন, বিগত সরকারের দমনপীড়নের কারণে জামায়াত দীর্ঘদিন এমন সমাবেশ আয়োজন করতে পারেনি। জুলাই অভ্যুত্থানের পর এই সুযোগ তৈরি হয়েছে। তাই দলীয় নির্দেশনা অনুযায়ী সর্বোচ্চ সংখ্যক জনসমাগম করার লক্ষ্যে তারা সমাবেশে এসেছেন।

সমাবেশে ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা কায়কোবাদ আহম্মদ বলেন, আমরা ১০০ জনের একটা দল এসেছি। আসার সময় নিজেদের প্রয়োজনীয় পানির বোতল, চিড়া, বিস্কুট এনেছি। আশা আশা করছি আমাদের সমাবেশ সফল হবে।

ট্রেনভর্তি করে নেতাকর্মীরা আসছেন জামায়াতের সমাবেশে

ফেনী থেকে আসা সাদ্দাম হুসাইন বলেন, আমরা অনেক আশা-আগ্রহ নিয়ে সমাবেশে এসেছি। সমাবেশ সফল হবে ইনশাআল্লাহ।

সমাবেশেকে কেন্দ্র করে সপ্তাহের অন্যান্য দিনের তুলনায় কমলাপুর রেলস্টেশনে বাড়তি ভিড় দেখা গেছে।

এনএস/বিএ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।