জামায়াতের সমাবেশ
দলীয় পতাকায় ছেয়ে গেছে সোহরাওয়ার্দী উদ্যান
জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের পদচারণায় মুখর সোহরাওয়ার্দী উদ্যান/জাগো নিউজ
জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ হচ্ছে আজ। নেতাকর্মীদের পদচারণায় মুখর সমাবেশস্থল সোহরাওয়ার্দী উদ্যান। সবার হাতেই দলীয় পতাকা।
দলে দলে জামায়াতের নেতাকর্মীরা সমাবেশস্থলে আসছেন দলীয় প্রতীক দাঁড়িপাল্লা আর পতাকা হাতে নিয়ে। পতাকা উড়িয়ে নিজেদের উপস্থিতি জানান দিচ্ছেন তারা।
সমাবেশ শুরু হবে দুপুর ২টায়। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
এএএম/এসএনআর/এএসএম