স্লোগান দিতে দিতে সমাবেশ থেকে বের হচ্ছেন জামায়াত নেতাকর্মীরা
রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ শেষ হয়েছে। দলের আমির ডা. শফিকুর রহমানের বক্তব্যের মাধ্যমে শেষ হয় সমাবেশ। এরপর ধীরে ধীরে সমাবেশস্থল থেকে বের হতে থাকেন জামায়াতের নেতাকর্মীরা।
একই সঙ্গে সোহরাওয়ার্দী উদ্যান সংলগ্ন সড়ক, রমনা পার্ক, মৎস্য ভবন, শাহবাগ ও আশপাশের এলাকায় থাকা নেতাকর্মীরাও গন্তব্যে রওয়ানা দেন। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন।

- আরও পড়ুন
মঞ্চে অসুস্থ হয়ে পড়ে গেলেন জামায়াত আমির
জুলাই শহীদদের হত্যার বিচারের আগে দেশে নির্বাচনের দরকার নেই
শনিবার (১৯ জুলাই) বিকেল পৌনে ৬টার দিকে সমাবেশ শেষ হয়। সমাবেশ শেষে সারাদেশ থেকে আসা লাখ লাখ নেতাকর্মী ব্যানার-প্ল্যাকার্ড, দাঁড়িপাল্লা প্রতীক হাতে শান্তিপূর্ণভাবে সমাবেশস্থল ত্যাগ করেন। অনেকে দলবেঁধে স্লোগান দিতে দিতে বের হন।
সমাবেশ শেষে নেতাকর্মীদের গন্তব্যে ফেরার পথে নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর বিভিন্ন এলাকায় মোতায়েন রয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
আরএএস/কেএসআর/জেআইএম