জামায়াতের সমাবেশে সাংকেতিক ভাষার ব্যবহার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৩:২৬ পিএম, ১৯ জুলাই ২০২৫
জাতীয় সমাবেশে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য সাংকেতিক ভাষার ব্যবহার করা হচ্ছে, মঞ্চের একপাশে একজন সাংকেতিক ভাষায় বলে দিচ্ছেন, ছবি: জাগো নিউজ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য সাংকেতিক ভাষার ব্যবহার করা হচ্ছে। মঞ্চের একপাশেই এর ব্যবস্থা করা হয়েছে।

শনিবার (১৯ জুলাই) জাতীয় সমাবেশের মূল অধিবেশনে এই ব্যবস্থা রাখা হয়। এতে করে সমাবেশে আগত বিশেষ চাহিদা সম্পন্নদের জন্য সুবিধা হয়েছে।

আরও পড়ুন:

দুপুর ২টায় শুরু হয় মূল অধিবেশন। তবে আজ ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখ লাখ মানুষ এসে জড়ো হয়েছেন সমাবেশে।

এএএম/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।