জামায়াত ছাড়া কেউ খোঁজ নেয়নি: জুলাইয়ে আহত শাহ আলম

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:২৭ পিএম, ১৯ জুলাই ২০২৫

গত বছরের জুলাই আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে পা হারানো শ্রমিক মো. শাহ আলম অভিযোগ করেছেন, ভোট নিয়ে সবাই যখন ব্যস্ত, তখন জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের কথা কেউ ভাবছে না।

শনিবার (১৯ জুলাই) সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে এই অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন:

শাহ আলম বলেন, ‘একটা গুলি খাওয়ার পর আমার ঠ্যাং চইলা যায়। কিন্তু আমি সরকারের কাছ থেকে কোনো সাহায্য পাইনি। আমার দুইটা বাচ্চা আছে, বউ আছে। একটা বছর কী মানবেতর অবস্থায় চলছি, কোনো সরকার আমার খোঁজখবর নেয়নি। আমার এই খোঁজখবর এবং সাহায্য জামায়াত ছাড়া আর কেউ করেনি’।

এএএম/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।