ছেলে হত্যার বিচার এখনো পাইনি: আবরার ফাহাদের বাবা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৪:১৮ পিএম, ১৯ জুলাই ২০২৫

এখনো আমার ছেলে হত্যার বিচার পাইনি, জামায়াতে ইসলামীর সমাবেশে অংশ নিয়ে এ অভিযোগ করলেন শহীদ আবরার ফাহাদের বাবা বরকত উল্লাহ।

আরও পড়ুন:

শনিবার (১৯ জুলাই) বিকেল সাড়ে ৩টায় সমাবেশের মঞ্চে কথা বলেন তিনি। এসময় তিনি বলেন, ছয় বছর হয়ে গেছে। ছেলে হত্যার বিচার এখনো পাইনি। আমি চাই, দ্রুত যেন আমার ছেলে হত্যার বিচার করা হয়।

তিনি আরও বলেন, দেশের পক্ষে কথা বলার জন্য নির্মমভাবে নির্যাতন করে আবরারকে হত্যা করা হয়েছে।

এদিকে, সকাল থেকে জামায়াতের সমাবেশে অংশ নিয়েছেন নেতাকর্মীরা। অনুষ্ঠানের মূল পর্বের শুরুতে জামায়াত আমির ডা. শফিকুর রহমান উপস্থিত নেতাকর্মীদের অভিবাদন জানান। মঞ্চে আরও উপস্থিত আছেন দলটির নায়েবে আমির অধ্যাপক মজিবুর রহমান, ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের, এটিএম আজহারুল ইসলাম, ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম ও দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

এএএম/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।