জামায়াত জঙ্গিবাদ রুখে দেবে, প্রয়োজনে সংগ্রাম করবে: তাহের

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ১৯ জুলাই ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী সব ধরনের জঙ্গিবাদ রুখে দেবে। প্রয়োজনে জঙ্গিবাদের বিরুদ্ধে সংগ্রাম করবে বলে মন্তব্য করেছেন দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, ‘জামায়াত কোনো জঙ্গিবাদ, সন্ত্রাসবাদকে পছন্দ করে না। ইসলামেও জঙ্গিবাদের কোনো স্থান নেই। বাংলাদেশে কোনো জঙ্গিবাদ আর মাথাচাড়া দিয়ে উঠতে পারবে না। সেটা ধর্মীয় জঙ্গিবাদ হতে পারে, আবার রাজনৈতিক জঙ্গিবাদও হতে পারে। জামায়াত সব ধরনের জঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করবে; সংগ্রাম করবে, প্রয়োজনে রুখে দাঁড়াবে।

আরও পড়ুন:

শনিবার (১৯ জুলাই) বিকেলে রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী আয়োজিত জাতীয় সমাবেশে তিনি এসব কথা বলেন।

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশের প্রথম অধিবেশন শুরু হয় সকালে; এরপর দুপুর ২টায় শুরু হয় সমাবেশের মূল পর্ব।

এএএইচ/এসএনআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।