জামায়াতের সমাবেশ

ফ্রি মেডিকেল ক্যাম্প, আছে জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিসও

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:৩৯ পিএম, ১৯ জুলাই ২০২৫

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর ডাকা জাতীয় সমাবেশ শুরু হয়েছে। সমাবেশ ঘিরে আগত নেতাকর্মীদের চিকিৎসা দিতে স্থাপন করা হয়েছে ফ্রি মেডিকেল ক্যাম্প।

১৫টি ক্যাম্পের মাধ্যমে প্রাথমিক চিকিৎসা ও জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স সার্ভিসের মাধ্যমে দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীদেরকে ফ্রি চিকিৎসা দিচ্ছে ন্যাশনাল ডক্টরস ফোরাম (এনডিএফ)।

শনিবার (১৯ জুলাই) রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানের বিভিন্ন স্থানে এই মেডিকেল ক্যাম্প স্থাপন এবং সেবা প্রদান করতে দেখা গেছে।

ফ্রি মেডিকেল ক্যাম্প, আছে জরুরি অ্যাম্বুলেন্স সার্ভিসও

মেডিকেল বুথে থাকা কর্মীরা জানান, অতিরিক্ত গরম পড়ছে। এ গরমে যে কেউ অসুস্থ হয়ে যেতে পারে। দেশের বিভিন্ন স্থান থেকে মানুষ এসেছে। তাদের চিকিৎসা সেবা নিশ্চিত করার জন্য আমরা এই ক্যাম্প করেছি। সাধারণত প্রাথমিক চিকিৎসাগুলো আমরা দিয়ে থাকি। অ্যাম্বুলেন্সের ব্যবস্থাও রাখা হয়েছে বলে জানান তারা।

প্রাথমিক চিকিৎসা সেবাদানকারীরা জানান, সম্পূর্ণ সমাবেশ ঘিরে ১৫টি ক্যাম্প স্থাপন করা হয়েছে। এগুলোতে সাধারণত প্রাথমিক চিকিৎসার জন্য ওষুধ, স্যালাইন ও পানি দেওয়া হচ্ছে। প্রতি ক্যাম্পে ১০ থেকে ১৫ জন কর্মী নিযুক্ত রয়েছেন। এছাড়াও জরুরি প্রয়োজনে অ্যাম্বুলেন্স সার্ভিস রয়েছে।

কেআর/এসএনআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।