আখাউড়ায় অপহরণকারী সন্দেহে যুবককে গণপিটুনি

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০১:১৮ পিএম, ১১ জুলাই ২০১৯
ছবি : স্কুলছাত্রী জান্নাত ও জামাল হোসেন

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অপহরণকারী সন্দেহে জামাল হোসেন (২০) নামে এক যুবককে গণপিটুনি দিয়েছে উত্তেজিত জনতা। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার দেবগ্রামে এ ঘটনা ঘটে। আহত জামাল জেলার সদর উপজেলার কাজীপাড়া মহল্লার মৃত জালাল মিয়ার ছেলে।

পুলিশ জানিয়েছে, জান্নাত (১১) ঢাকার আজিমপুর এলাকার টিটু মিয়ার মেয়ে। সে ঢাকার নওয়াব হাবিবুল্লাহ স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির ছাত্রী। সে আজ একাই ট্রেনে করে নানাবাড়ি কসবা উপজেলার গোপীনাথপুর যাওয়ার জন্য সকালে ব্রাহ্মণবাড়িয়ায় আসে। এ সময় জান্নাতকে একা ঘুরাফেরা করতে দেখে জামাল তাকে নানাবাড়ি পৌঁছে দেয়ার কথা বলে। পরে রেললাইন ধরে তারা হেঁটে যাবার সময় স্থানীয়দের সন্দেহ হলে জামালকে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা (ওসি) রসুল আহমেদ নিজামী বিষয়টি নিশ্চিত করে জানান, জান্নাতের পরিবারের লোকজনকে খবর দেয়া হয়েছে। তাকে অপহরণ করা হয়েছিল কি না খতিয়ে দেখা হচ্ছে।

আজিজুল সঞ্চয়/এমএমজেড/জেআইএম

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।