ছেলেধরা আতঙ্কে গণপিটুনি এড়াতে যা করবেন

ফিচার ডেস্ক
ফিচার ডেস্ক ফিচার ডেস্ক
প্রকাশিত: ১১:১৪ এএম, ২৩ জুলাই ২০১৯

ছেলেধরা সন্দেহে সম্প্রতি কয়েকটি হতাহতের ঘটনা ঘটেছে। এতে বেশ কয়েকজন নিরীহ মানুষের প্রাণহানী হয়েছে। মানসিক প্রতিবন্ধী, অসুস্থ, ভিক্ষুকসহ নানা শ্রেণির মানুষ হয়রানির শিকার হয়েছেন। ছেলেধরা আতঙ্কের মধ্যে এমন অমানবিক গণপিটুনি এড়াতে সতর্ক থাকতে হবে। আসুন জেনে নেই উপায়-

১. কিছুদিন অপরিচিত এলাকায় যাওয়া থেকে বিরত থাকুন।
২. অপরিচিত এলাকায় কোথাও দাঁড়িয়ে এদিক-সেদিক উদ্ভ্রান্তের মতো তাকানো থেকে বিরত থাকুন।
৩. কাউকে খুঁজতে গেলে তার সাথে আগেই যোগাযোগ করে নিন।

৪. কাউকে সারপ্রাইজ দিতে কিংবা কোন কারণেই না জানিয়ে সেখানে যাবেন না।
৫. নিজের বাচ্চাকে তার মাকে ছাড়া কোথাও নিয়ে যাবেন না।
৬. বাচ্চা যদি ছিচকাঁদুনে হয় কিংবা বায়না ধরে, তাদের নিয়ে একা একা বেশি দূরে যাবেন না।
৭. চাকরিজীবী হলে প্রতিষ্ঠানের পরিচয়পত্র সাথে রাখুন, অপরিচিত এলাকায় গেলে গলায় ঝুলিয়ে রাখুন।
৮. কেউ কিছু জিজ্ঞেস করলে থতমত খাবেন না, আত্মবিশ্বাসের সাথে সহজভাবে উত্তর দিন। অযথা ভাব নিবেন না।
৯. পথে-ঘাটে কারো সাথে উটকো ঝামেলায় জড়াবেন না।
১০. এ ধরনের ঘটনা দেখলে নিরাপদ দূরত্বে গিয়ে পুলিশকে জানান।

১১. গণপিটুনির মতো পরিস্থিতি দেখলে তখনই ৯৯৯ নম্বরে ফোন দিন।
১২. যদি কোন এলাকায় নতুন হোন (যদি কেউ না চেনে), তাহলে কর্মক্ষেত্র থেকে সরাসরি বাসায় চলে যান।
১৩. এ অবস্থার দ্রুতই অবসান হবে আশা করি। তাই আতঙ্কিত হবেন না।
১৪. জনগণের মধ্যে সচেতনতা তৈরিতে সহায়তা করুন।

এসইউ/এমকেএইচ

টাইমলাইন  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।